যোগ্য মনে করেই টিম ম্যানেজমেন্ট আমাকে দলের সহ অধিনায়ক করেছে: তাসকিন

ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না। তবে তিনি দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে চিকিৎসা নিয়ে যদি সুস্থ হন তা হলে তাসকিনকে দলে নেওয়া হতে পারে। কদিন আগে এধরনের আভাস খোদ ক্রিকেট বোর্ড থেকেই দেওয়া হয়েছিলো। ইনজুরি আক্রান্তকে জাতীয় দলের সহ অধিনায়কের পদে বসাবে এমনটা ধারনা কারোর মধ্যেই ছিলো না। ধারনা না থাকারই কথা। তাসকিন বাংলাদেশ দলের কোনো টপ অর্ডার ব্যাটসম্যান নন, একজন পেসার। বিশ্বকাপের খেলোয়াড় তালিকায় তিনি কী করে দুই নম্বরে থাকেন। এটাই বড় প্রশ্ন ক্রিকেট প্রেমীদের কাছে। এটি সত্যি যে, বাংলাদেশ দলের সবচেয়ে বেশি ত্যাগী এবং নিবেদিতপ্রাণ ক্রিকেটারদের তালিকা করলে সেখানে তাসকিন ওপরের দিকেই থাকবেন। দলে তার গ্রহণযোগ্যতাও যথেষ্ট। সব মিলিয়ে বিশ্বকাপে তার নাজমুল হোসেনের ডেপুটি হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। তবু বিস্ময়টা এই কারণে যে তাসকিন এই ভূমিকায়ও আসতে পারেন, সেটি কারও ভাবনায় ছিল না। তার ওপর চোটের কারণে তাকে নিয়ে গত কয়েক দিন ধরে যে আলোচনা সেটিও ও রকম কিছু ভাবার সুযোগ রাখেনি। জাতীয় দলে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর কেমন লাগছে? এমন প্রশ্নের জবাবে তাসকিন বললেন, খবরটা শুনে ভীষণ ভালো লাগছে। তিনি এও বললেন, টিম ম্যানেজমেন্ট আমাকে যোগ্য মনে করেই এ দায়িত্ব দিয়েছে। আমার অসম্ভব ভালো লাগছে। আমি সহ অধিনায়কের দায়িত্ব পাওয়ায় মা-বাবা অনেক বেশি খুশি হয়েছেন।
স্ত্রী হত্যার দায়ে ২৪ বছর জেল কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রীর

কাজাখস্তানের সাবেক অর্থমন্ত্রী কুয়ান্দিক বিশিমবায়েভকে স্ত্রী সালতানাত নুকোনোভাকে নির্যাতন ও হত্যার জন্য ২৪ বছর জেল দেওয়া হয়েছে। দেশটিতে মন্ত্রীকে দেওয়া এ কারাদণ্ড কেউ কেউ নারীর অধিকার শক্তিশালী করার প্রতিশ্রুতির লিটমাস পরীক্ষা হিসেবে দেখেছেন। বিশিমবায়েভকে তার স্ত্রী সালতানাত নুকেনোভাকে হত্যার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হাজার হাজার মানুষ পিটিশনে স্বাক্ষর করেছে। ৪৪ বছর বয়সী কুয়ান্দিক বিশিমবায়েভকে আদালত নির্যাতন ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে। আদালতে তার বিচার, যা গত সাত সপ্তাহ ধরে সরাসরি সম্প্রচার করা হয়। ট্রায়াল চলাকালীন সিসিটিভি ফুটেজে দেখা যায় যে বিশিমবায়েভ তার স্ত্রী, ৩১ বছর বয়সী সালতানাত নুকেনোভাকে বারবার ঘুষি ও লাথি মারছেন এবং তাকে তার চুল ধরে, নগ্ন অবস্থায় একটি ঘরে টেনে নিয়ে যাচ্ছেন যেখানে তিনি পরে মারা যান।
জনগণের শক্তিতেই আন্দোলন চালিয়ে যাব আমরা: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আন্দোলন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের ওপর নির্ভর করছে না। তিনি বলেন, কারো ওপর নির্ভর করে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে বলে আমরা মনে করি না। আগেও জনগণ নিজের শক্তিতে পায়ের ওপর ভর করে আন্দোলন করেছে, জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে গণঅধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল। দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি করা হয়েছে। এই সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। তাদের বিরুদ্ধে বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম ও লড়াই করে আসছে। যেকোনো পরিবর্তনের জন্য সবচেয়ে তরুণ এবং ছাত্রসমাজ বড় ভূমিকা পালন করে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যারা গণঅধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, তারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরাল ছিল। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবেন বলে আমি আশাবাদী। জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখবেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আন্দোলনের অতীতের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে। স্বৈরশাসনের অবসান ঘটিয়ে আগামী নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা না পর্যন্ত এই বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলন চলবে। লিয়াজোঁ কমিটির বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। গণতান্ত্রিক বাম ঐক্যের পক্ষ থেকে ছিলেন স্যোসাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি) মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী। এছাড়া গণঅধিকার পরিষদের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজুর রহমান খান, মো. রবিউল হাসান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান। ইতিমধ্যে বিএনপি ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি সাথে বৈঠকে শেষ করেছে। বুধবার গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক রয়েছে।
সরকারি নয়, নিজ খরচে যাচ্ছি হজে: মঞ্জুরুল আহসান খান

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান নাকি সরকারি খরচে হজে যাচ্ছেন। ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সরকারের আর্থিক সহায়তায় হজ পালনে যাওয়া আট ব্যক্তির নামের মধ্যে মঞ্জুরুল আহসান খানের নাম দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে মঞ্জুরুল আহসান খান বলেন, খরচ তো আমি দিয়েছি। আমি সরকারি ভাবে যাচ্ছি না, সরকারি লোকজনের সঙ্গে যাচ্ছি। কারণ আমার বয়স হয়ে গেছে আশি, আমার শরীরটা ভালো না। এই জন্য তারা আমাকে চলাফেরায় সাহায্য করবে। এই পর্যন্তই। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিরা বিমানের টিকিট বাবদ ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা জমা দেবেন। এছাড়া খাওয়া বাবদ প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে হজ অফিসে জমা দিতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিমান ভাড়ার বাইরে সব খরচ সরকার বহন করবে। একেকজনের পেছনে সরকারের খরচ হবে প্রায় চার লাখ টাকা। প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা যায়, এ বছর রাষ্ট্রীয় খরচে যাঁরা হজে যাচ্ছেন, তাঁদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ১৮ জন। আরও রয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মো. কুদ্দুস খান ও বিচারপতি মো. আক্তারুজ্জামান।