১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

৫০ শতাংশ কমলো চামড়াজাত পণ্যের রপ্তানির কর

চামড়াজাত পণ্যের রপ্তানিতে বিদ্যমান উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে অর্ধেক অর্থাৎ দশমিক ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খাতটির প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে এ ছাড় দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা বলবত থাকবে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সংক্রান্ত স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) বা সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ করে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, যেকোনো রপ্তানিকারক কর্তৃক কেবল চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে গৃহীত অর্থ থেকে ওই আইনের ধারা ১২৩ এর অধীন প্রদেয় উৎসে কর কর্তনের হার হ্রাস করিয়া মোট রপ্তানি আয়ের ০.৫ শতাংশ (শূন্য দশমিক পাঁচ শতাংশ) ধার্য করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হইবে এবং ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখ পর্যন্ত বলবৎ থাকিবে।’ বাংলাদেশে বর্তমানে চামড়াসহ সব রপ্তানি পণ্যের ওপর ১ শতাংশ উৎসে কর ছিল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সরকার রপ্তানি পণ্যের নগদ প্রণোদনা কমিয়ে দেয়। এর মধ্যে চামড়া খাতের প্রণোদনা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ খাতের উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিতে এখন কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুসারে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ১.২৫ বিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২ শতাংশ কম। আলোচ্য অর্থবছরে ১ শতাংশ হিসেবে ওই রপ্তানির ওপর কর আদায় হয়েছে ১৩০ কোটি টাকার বেশি। তবে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম আট মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৭১৩ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম। এই রপ্তানি থেকে কর আদায় হয়েছে ৭৫ কোটি টাকার ওপরে।

ম্যাচ হেরে জানিথ লিয়ানাগে দোষারোপ করলেন শিশিরকে

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫৬ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশকে শুরুতেই বিপদে ফেলেছিল শ্রীলঙ্কার বোলাররা। ৯২ রানে তুলে নিয়েছিল ৪ উইকেট। তার পর মাঠে অনেক শিশির পড়ার কারণে বল ভিজে যাওয়ায় সফরকারীদের বল করতে সংগ্রাম করতে হয়েছে। ম্যাচের শেষ দিকে আউটফিল্ডও সিক্ত হয়ে পড়েছিল। ১৬ ওভারের পর কোনও উইকেট নিতে পারেনি লঙ্কানরা। সার্বিক অবস্থার মূল্যায়ন করতে গিয়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ৯২ রানে ৪ উইকেট নিয়ে আমরা নিয়ন্ত্রণেই ছিলাম। তখন জয়ের আশা করছিলাম আমরা। কিন্তু যখন শিশির পড়তে শুরু করলো, বোলারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে পড়লো। তবে তাদের ব্যাটিংয়ের প্রশংসা করতেই হবে। টস জিতে শুরুতে ব্যাটিং করেছে লঙ্কান দল। সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে। জবাবে ৪ উইকেট হারিয়ে ৩২ বল হাতে রেখেই সেই রান তাড়া করেছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই টাইগাররা জয়ের বন্দরে পৌঁছে যায়। শান্ত অপরাজিত ছিলেন ১২২ রানে, মুশফিক খেলেছেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। ব্যাটারদের কৃতিত্ব দিয়ে লিয়ানাগে বলেছেন, বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। শান্ত অত্যন্ত ভালো ব্যাটিং করেছে। মুশফিক ভাইও দারুণ খেলেছেন। তবে আমরা আশা করিনি এখানে এত বেশি শিশির পড়বে। এই কারণেই শুরুতে ব্যাটিং নিয়েছি।

অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন নারী ফুটবলার রাজিয়া খাতুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাজিয়া খাতুন বৃহস্পতিবার ভোরে একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা যান তিনি। রাজিয়ার খালাতো ভাই রোকোনুজ্জামান এ বিষয়ে বলেন, ‘বুধবার রাত ১০টার পর রাজিয়া সাতক্ষীরার কালীগঞ্জ থানার মৌতলা ইউনিয়নে নিজ বাড়িতে একটি পুত্র সন্তানের জন্ম দেন। এরপর অতিরিক্ত রক্ত ক্ষরণে হতে থাকে। তারপর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, ভোর ৪টার সময় মৃত্যুবরণ করেন।’ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। বলেন, খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দিক।’ রাজিয়া খাতুন এক সময় বয়স ভিত্তিক দলের নিয়মিত মুখ ছিলেন। ২০১৯ সালে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়েন। এরপর খেলেন ঘরোয়া লিগে। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারীপড়ার হয়ে গত দুই লিগ খেলেছিলেন রাজিয়া। তার বড় অর্জন ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া সে ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিলেন। ২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলে ছিলেন রাজিয়া। চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন সংবর্ধনা ও ১০ লাখ টাকা।

দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে জয় প্রাইম ব্যাংকের

ট্রাফিক জ্যামের কারণে সময়মতো মাঠে পৌঁছাতে পারেননি অধিনায়ক তামিম ইকবাল। যে কারণে প্রাইম ব্যাংকের ওপেন করতে নামেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। সুযোগ পেয়ে দুই তরুণ ব্যাটার উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৪৬ রান করেছেন। সেঞ্চুরি করেছেন দুজনেই। তাদের অবিশ্বাস্য ব্যাটিংয়ে পাহাড়সম সংগ্রহ গড়ে তামিমের দল। সেই রানের পাহাড় টপকাতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেসপিএর ৪ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ১৫১ রান করেছেন ইমন। এছাড়া দিপুর ব্যাট থেকে এসেছে ১১৯ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৫ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন আব্দুল মজিদ। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন নাজমুল অপু ও সানজামুল ইসলাম। ব্রাদার্স জবাবে শুরুটা ভালোই করেছিল। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলেছেন ইমতিয়াজ হোসাইন ও আব্দুল মজিদ। ৩১ রান করে ইমতিয়াজ ফিরলেও ফিফটি পেয়েছেন মজিদ। তিনে নেমে রহমতুল্লাহ আলি থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৩৭ রান করে। টপ অর্ডার ব্যাটাররা ভালো ভিত গড়ে দিলেও সেখানে দাঁড়িয়ে ব্যাটিং করতে পারেননি বাকি ব্যাটাররা। তাদের ব্যর্থতায় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ব্রাদার্স। হেরেছে ১৬৫ রানের বিশাল ব্যবধানে। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় প্রাইম ব্যাংক। তিনে নেমে তামিম ইকবাল অবশ্য সুবিধা করতে পারেননি। ফিরেছেন ১৫ বলে ১৬ রান করে। আরেক ওপেনার পারভেজ ইমন স্পর্শ করেছেন দেড়শ রানের মাইলফলক। তরুণ এই ব্যাটার ১২৯ বলে করেছেন ১৫১ রান। সর্বোশেষ ঝড় তোলেন শেখ মেহেদি হাসান। ১৭ বলে তার অপরাজিত ৪৫ রানের ইনিংসে ৩৮০ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক।

ইসরায়েলি কারাগারে ৯ হাজার ফিলিস্তিনির ক্ষুধায় মানবেতর জীবনযাপন

ইসরায়েলের কারাগারে নয় হাজার ১শ’র বেশি ফিলিস্তিনি বন্দী মানবেতর জীবনযাপন করছেন এবং ক্ষুধার্ত অবস্থার মধ্যদিয়েই তারা পবিত্র রমজান মাস শুরু করেছেন। এসব বন্দির মধ্যে ৩,৫৯৮ জন প্রশাসনিক বন্দী, ২০০ জন শিশু এবং ৬১ জন নারী। ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা ‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব’ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে,  ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের দুর্ভিক্ষের মুখে ফেলার নীতি গ্রহণ করেছে। এই নীতির কারণে গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের খাদ্য সংকট তীব্রতর হয়েছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের খাদ্য কেড়ে নেয়া হয়, অনেক সময় তিন বেলার জায়গায় এক বেলা খাদ্য দেওয়া হয়। খাদ্যের পরিমাণও অনেক কমিয়ে দেয়া হয়েছে। ফিলিস্তিনি বন্দীদেরকে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখে ফেলা ছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে বাধা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নামাজ পড়তে কিংবা কুরআন তেলাওয়াত করতে গেলে বহুবার তাদের ওপরে হামলা করা হয়েছে । এছাড়া, বহু বন্দীকে এতটাই নির্জন কক্ষে রাখা হয় যে, কখন কোন নামাজের ওয়াক্ত তারা তা জানতেও পারেন না।

ফিলিস্তিনিদের প্রশান্তি এবং দৃঢ়তার প্রেরণা কুরআন মাজিদ

যুদ্ধের কঠোর পরিস্থিতি সত্ত্বেও রাফাহতে পবিত্র কোরআন হিফজে শিশুদের প্রচেষ্টার প্রশংসা করেছেন ফিলিস্তিনের এক সাংবাদিক। সাংবাদিক রাবি আবু নাকিরাহ এক ইনস্টাগ্রাম পোস্টে ওই মন্তব্য করেন। আবু নাকিরা তার পোস্টে লিখেছেন: মসজিদে দখলদারদের বোমা হামলার পর রমজান মাসের আগমনের সঙ্গে সঙ্গে বাস্তুচ্যুত শিশুরা পবিত্র কুরআন মুখস্ত করতে শুরু করে। রাফাহ শহরের পশ্চিমে একটি তাঁবুতে একজন শিক্ষকের উপস্থিতিতে তারা পবিত্র কুরআন মুখস্ত করতে থাকে। ওই শিক্ষক ইসরায়েলি অবরোধে থাকা খান ইউনূসের একজন উদ্বাস্তু হওয়া সত্ত্বেও হেফজে কুরআনের কাজ চালিয়ে যাচ্ছেন। কোরআনের বাণী গাজায় গণহত্যার শিকার মজলুম মানুষের জন্য প্রশান্তি ও প্রেরণা হয়ে রয়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার শরণার্থীরা পবিত্র এ মাসকে স্বাগত জানিয়েছেন। তারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আধ্যাত্মিকতা ও ইবাদাত বন্দেগির মহিমায় ভরপুর এই মাসকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

আদালত বিবাহবিচ্ছেদ দেয়নি রুশ সমকামী দম্পতির

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ম্যাজিস্ট্রেট আদালত লেসবিয়ান দম্পতির দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা বাতিল করে বলেছে,  দেশটির আইনের অধীনে এ আবেদনের কোনও যোগ্যতা নেই। আদালত বাতিল করে পরামর্শ দিয়েছে যে দম্পতিদের ফয়সালার জন্যে কোপেনহেগেনে যেতে হবে। কারণ তারা বিয়ে সেখানেই করেছিলেন। সমকামী ওই দুই নারী হচ্ছেন একেতেরিনা ও এলিজাভেটা। ২০১৭ সালে ডেনমার্কের কোপেনহেগেনে তারা বিয়ে করেছিলেন। সেন্ট পিটার্সবার্গ আদালতের প্রধান মুখপাত্র দারিয়া লেবেদেভা জানান, তাদের বিয়ে ভেঙ্গে গেছে, এবং একতেরিনা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন কারণ তার স্ত্রী এলিজাভেটা তা দিতে অস্বীকার করছেন। আদালতের মুখপাত্র লেবেদেভা বলেন, মামলাটি অবশ্য ফ্লপ হয়েছে, কারণ ম্যাজিস্ট্রেটের আদালত রুশ আইনের বরাত দিয়ে এ আরজিটি সম্পূর্ণভাবে শুনতে অস্বীকার করেছিল। আদালত এও উল্লেখ করেছে যে রাশিয়া বিবাহকে শুধুমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে মিলন হিসাবে দেখে। রুশ সমকামী দম্পতি দাবি করেছেন যে তাদের বিয়ে রাশিয়ায় স্বীকৃত হয়েছে। রাশিয়ায় সমকামী বিবাহের স্বীকৃতি বছরের পর বছর ধরে এলজিবিটিকিউ কর্মীদের জন্য একটি আলোচিত বিষয়। সমকামী দম্পতিরা বারবার বিভিন্ন প্রযুক্তিগত এবং ফাঁকফোকর ব্যবহার করে রাশিয়ায় তাদের স্বীকৃত করার চেষ্টা করছে। রাশিয়ার ২০২০ সালের সাংবিধানিক সংস্কারে ঐতিহ্যগত নারী ও পুরুষের বিয়ের জন্য সমর্থন আরও জোরদার করা হয়েছে। বরং গত কয়েক বছর ধরে, তথাকথিত ‘এলজিবিটি মতাদর্শ’ এর বিস্তারকে প্রতিরোধ করার লক্ষ্যে রাশিয়া ধীরে ধীরে তার আইন কঠোর করেছে। ২০১৩ সালে, এটি অপ্রাপ্তবয়স্কদের মধ্যে এই ধরনের প্রচারের প্রচারকে বেআইনি ঘোষণা করা হয়। গত নভেম্বরে, রাশিয়ার সুপ্রিম কোর্ট ‘আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্ট’ কে একটি চরমপন্থী গোষ্ঠী হিসাবে অবৈধ ঘোষণা করেছে, রায় দিয়েছে যে এটি ‘সামাজিক এবং ধর্মীয় বিভেদ’ বপন করছে। এই মাসের শুরুতে, ‘আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্ট’ রুশ বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত করা হয়।

পাকিস্তান অনুর্বর জমিতে ৩০ গুণ বেশি ফলনের গম বীজ উদ্ভাবন করল

পাকিস্তানের আণবিক শক্তি কমিশন একটি নতুন জাতের গম বীজ উদ্ভাবন করেছে যা অনুর্বর জমিতে প্রচলিত জাতের চেয়ে ৩০ গুণ বেশি গমের ফলন দেবে। কৃষিতে এ উদ্ভাবন বিপ্লব ঘটাবে বলে কৃষি বিশেষজ্ঞরা বলছেন। এই উদ্ভাবনী বীজটি সম্ভাব্য লাখ লাখ হেক্টর অনুৎপাদনশীল জমিকে ফসল উৎপাদনের মাধ্যমে উর্বর জমিতে রূপান্তরিত করবে। এই বীজের প্রবর্তন পাকিস্তানের জন্য গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার একটি পদক্ষেপ এবং এটি দেশটির কৃষি বিপ্লবে উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে।

সংখ্যাগরিষ্ঠ জনগণকে দুর্ভোগে ফেলে প্রতিশোধ নিচ্ছে সরকার: এবি পার্টি

দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রহসনের নির্বাচনে ভোট দিতে না যাওয়ায় ডামি সরকার এখন জনগণের বিরুদ্ধে ক্রুদ্ধ অবস্থান নিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের যখন চরম দুরাবস্থা তখন মন্ত্রী এমপি’রা নানা চটুল কথা বলে উপহাস করছে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার সংখ্যাগরিষ্ঠ জনগণকে দুর্ভোগে ফেলে ডামি নির্বাচন প্রত্যাখ্যানের প্রতিশোধ নিচ্ছে। আমার বাংলাদেশ পার্টি, ‘এবি পার্টি’, ঘোষিত মাসব্যাপী গণ-ইফতার কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবারে সমবেত জনতার উদ্দেশ্য বক্তব্যদানকালে এ মন্তব্য করেন দলের যুগ্ন-আহ্ববায়ক এডভোকেট তাজুল ইসলাম। এবি পার্টির সিনিয়র সহকারী সদস্যসচিব এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় বৃহস্পতিবারের গণ-ইফতারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ হাজী শরীয়তুল্লাহ ও দুদু মিয়ার উত্তরপুরুষ, মাদারীপুর জেলার বাহাদুরপুরের পীরজাদা হাফেজ মাওলানা মোঃ হানজালা বলেন, যে ভারতবর্ষে হাজী শরীয়াতুল্লাহর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল, খাজা সলিমুল্লাহর মত নওয়াবের দান করা জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল সেখানে ইফতার মাহফিলে হামলা এদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশ আমাদের পূর্বপুরুষদের উত্তরাধীকারের দেশ, এখানে ইসলামের বিরুদ্ধে কোন কাজ জনগণ ও আমরা সহ্য করব না। এবি পার্টির যুগ্ন-আহ্ববায়ক এডভোকেট তাজুল ইসলাম আরো বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা জারী করে সারাদেশে ইফতার মাহফিল নিষিদ্ধ করেছে। তার নির্দেশনা অনুযায়ী সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সার্কুলার দিয়ে ইফতার মাহফিল নিষিদ্ধ করেছে। শুধু তাই নয়, যেসব ঈমানদার যুবকেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজ খরচে ইফতারের আয়োজন করেছে তাদের মসজিদ থেকে বের করে মারধোর করেছে ছাত্রলীগ। স্বাধীন বাংলাদেশে এটা অকল্পনীয়। রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ইসলাম ভূইয়া বলেন, দেশে দ্রব্যমূল্য বাড়িয়ে অবৈধ সরকার হাসি -তামাশায় ব্যস্ত । এই মাসে যেমন ধর্মীয় রীতি মেনে আপনারা চলেন তেমনি আমাদেরকে আগামী বছরগুলোতে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি রকিবুল হাসান রিপন বলেন, সরকার দলীয় দুর্নীতির কারনে দ্রব্যমূল্যের বেহাল দশা। ভোগ্যপণ্যের বাজারে আগুন লেগেছে, জনগণের ভোগান্তির কোন শেষ নেই। সবশেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন নবাব সলিমুল্লাহ এবং হাজী শরীয়তুল্লাহর উত্তরপুরুষ হাফেজ মাওলানা জিয়াউদ্দীন তোহা।

ঢাবিতে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা বরদাস্ত করা যায় না কোনভাবেই: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা রমজানের উপর একটি সেমিনার করতে গেলে রোজাদার ছাত্রদের উপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হামলা করে আইন বিভাগের কয়েকজন ছাত্রকে মারাত্মকভাবে আহত করে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় এসব কথা বলেন। তারা আরও বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোজাদার সাধারণ ছাত্রদের উপর এহেন সন্ত্রাসী হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না। শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মাত্রা ছাড়িয়ে গেছে। নেতৃদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোজাদার ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।