১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
  • জাতীয়
  • সন্ত্রাস দমনে বিমান বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে: এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন

সন্ত্রাস দমনে বিমান বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে: এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন

 নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন এ মন্তব্য করে বলেছেন, আমাদের গ্রাউন্ড ফোর্সের প্রয়োজনে আমরা সম্পৃক্ত থাকি। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী সব সময় বলেন আমরা কারো সাথে শত্রুতা করতে চাই না, যদি কখনো কেউ আমাদের আক্রমণ করার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত আছি।

বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পার্বত্য অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কার্যকলাপ প্রসঙ্গে বিমান বাহিনী প্রধান বলেন, পার্বত্য অঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলছে। ওই অভিযানের সাথে বিমান বাহিনীও সম্পৃক্ত রয়েছে। আমাদের অত্যাধুনিক ড্রোন আছে। গত মেয়াদে বর্তমান সরকার এগুলো আমাদেরকে দিয়েছেন।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করেন।

এরপর বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খান জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। এসময় তারা সমাধি সৌধের পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। পরে বন্ধবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

 এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেনসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১