বরিশালের উজিরপুরে মঙ্গলবার সকালে মাদ্রাসার শিক্ষার্থীদের বহনকারী ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মাকসুদুর রহমান। তারা মুলপাইন দারুস সুন্নাত মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, নিহতরা হলেন উজিরপুরের মুলপাইন এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের মেয়ে লামিয়া (৭) ও সাকরাল এলাকার সেলিম হাওলাদারের ছেলে আব্দুল্লাহ (৭)। এ ঘটনায় বাকী ১০জনের মতো শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।