তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫৬ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশকে শুরুতেই বিপদে ফেলেছিল শ্রীলঙ্কার বোলাররা। ৯২ রানে তুলে নিয়েছিল ৪ উইকেট। তার পর মাঠে অনেক শিশির পড়ার কারণে বল ভিজে যাওয়ায় সফরকারীদের বল করতে সংগ্রাম করতে হয়েছে।
ম্যাচের শেষ দিকে আউটফিল্ডও সিক্ত হয়ে পড়েছিল। ১৬ ওভারের পর কোনও উইকেট নিতে পারেনি লঙ্কানরা। সার্বিক অবস্থার মূল্যায়ন করতে গিয়ে শ্রীলঙ্কান অলরাউন্ডার জানিথ লিয়ানাগে ম্যাচের পর সংবাদ সম্মেলনে বলেছেন, ৯২ রানে ৪ উইকেট নিয়ে আমরা নিয়ন্ত্রণেই ছিলাম। তখন জয়ের আশা করছিলাম আমরা। কিন্তু যখন শিশির পড়তে শুরু করলো, বোলারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে পড়লো। তবে তাদের ব্যাটিংয়ের প্রশংসা করতেই হবে।
টস জিতে শুরুতে ব্যাটিং করেছে লঙ্কান দল। সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে। জবাবে ৪ উইকেট হারিয়ে ৩২ বল হাতে রেখেই সেই রান তাড়া করেছে বাংলাদেশ। পঞ্চম উইকেটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ১৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতেই টাইগাররা জয়ের বন্দরে পৌঁছে যায়।
শান্ত অপরাজিত ছিলেন ১২২ রানে, মুশফিক খেলেছেন ৭৩ রানের অপরাজিত ইনিংস। ব্যাটারদের কৃতিত্ব দিয়ে লিয়ানাগে বলেছেন, বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতেই হবে। শান্ত অত্যন্ত ভালো ব্যাটিং করেছে। মুশফিক ভাইও দারুণ খেলেছেন। তবে আমরা আশা করিনি এখানে এত বেশি শিশির পড়বে। এই কারণেই শুরুতে ব্যাটিং নিয়েছি।