মোরেলগঞ্জে ছয় বছরের শিশু সিয়াম মোল্লাকে হত্যার অভিযোগে তার সৎ মা ফেরদাউসি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বদনীভাঙ্গা গ্রামের স্বামীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।
সিয়াম বদনীভাঙ্গা গ্রামের মিরাজ মোল্লার ছেলে। তিন বছর বয়সের সময় সিয়ামের মায়ের সঙ্গে মিরাজের বিবাহ বিচ্ছেদ হয়। পরে ফেরদাউসিকে বিয়ে করে মিরাজ। সিয়াম সৎ মায়ের কাছে বড় হতে থাকে।
মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, রবিবার বিকাল থেকে সিয়াম নিখোঁজ ছিল। তাকে না পেয়ে পুলিশে খবর দেন মিরাজ। পুলিশ সিয়ামের সন্ধানে ওই এলাকায় অভিযান শুরু করে। এক পর্যায়ে ফেরদাউসির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিয়ামকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির টয়েলেটের পাশে আবর্জনার মধ্য থেকে মঙ্গলবার সকালে সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ।