চাঁদপুরের হাজীগঞ্জে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেলাশ্বর এলাকার বাসিন্দা মো. সোহাগ (৩০) হোসেন, মো. মনিরুল ইসলাম (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম বলেন, ‘তারা ছয়জন দুই মোটরসাইকেলযোগে কুমিল্লার চান্দিনা থেকে চাঁদপুর ঘুরতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনজন ঘটনাস্থলেই মারা যান।’
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’