পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অটোরিকশার ধাক্কায় রিশাদ (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলা সদরে ভাণ্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কে কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
রিশাদ জামিরতলা এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম ফরাজির ছেলে এবং ৭০ নং জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিশাদ প্রতি দিনের ন্যায় সকাল নয়টায় স্কুলে যাওয়ার সময় রাস্তা পাড় হতে গিয়ে একটি অটোরিকশা ধাক্কায় আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা হোসেন জানান, ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে।