১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
  • রাজনীতি
  • ঢাবিতে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা বরদাস্ত করা যায় না কোনভাবেই: খেলাফত মজলিস

ঢাবিতে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা বরদাস্ত করা যায় না কোনভাবেই: খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা রমজানের উপর একটি সেমিনার করতে গেলে রোজাদার ছাত্রদের উপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা হামলা করে আইন বিভাগের কয়েকজন ছাত্রকে মারাত্মকভাবে আহত করে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা আরও বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোজাদার সাধারণ ছাত্রদের উপর এহেন সন্ত্রাসী হামলা কোনভাবেই বরদাস্ত করা যায় না। শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মাত্রা ছাড়িয়ে গেছে।

নেতৃদ্বয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোজাদার ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১