কিশোরগঞ্জের নীলগঞ্জে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ-নীলগঞ্জ স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটের মাইজগাঁও ফেন্সুগঞ্জ থেকে মালবোঝাই করে তারাকান্দি বিসি স্পেশাল ট্রেনটি জামালপুরের তারাকান্দি যাচ্ছিল। এ সময় নীলগঞ্জ স্টেশনের অদূরে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের বগিটি উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সকাল ১১টার সময়ও মালবাহী ট্রেনের লাইনচ্যুত বগিটির উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।