গাজা ও মিসরের সীমান্তবর্তী অঞ্চলের একটি বৈদ্যুতিক খুঁটির ওপর দাঁড়িয়ে খাবার চেয়ে চিৎকার করেছে এক ফিলিস্তিনি শিশু। কেউ একজন এই ঘটনাটি ভিডিও করেন। সেটিতে শিশুটিকে বলতে শোনা যায়, ‘আমরা খেতে চাই, আমরা বাঁচতে চাই। কেন আমাদের খাবার নেই? আমরা খেতে চাই।’
জাতিসংঘের গাজাভিত্তিক সংস্থা গত কয়েকদিন ধরে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যে, গাজার বেশিরভাগ শিশু অপুষ্টিতে ভুগছে এবং সেখানে দুর্ভিক্ষ খুবই সন্নিকটে রয়েছে।
এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের শীর্ষ নেতারা বিরল বৈঠক করেছেন। ওই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন, যদি দখলদার ইসরায়েল গাজার রাফাহতে কোনো সামরিক আগ্রাসন চালায় তাহলে তাদের বিরুদ্ধে যৌথ হামলা চালানো হবে।
গত বছরের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর এক মাস পর নভেম্বর থেকে গাজাবাসীর পক্ষে এডেন উপসাগর ও লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে হুথি বিদ্রোহীরা।
এরপর ইসরায়েলের পক্ষ নিয়ে হুথিদের বিভিন্ন অবকাঠামোয় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এরপর থেকে এ দুটি দেশের জাহাজেও হামলা চালানো শুরু করে তারা।