১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী

কিশোরগঞ্জে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল (৩৩) নিহত হয়েছেন।এ সময় তার স্ত্রী গুরুতর আহত হন।

শনিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার বানিয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান রাসেল কটিয়াদী পৌরসভার ভোগপাড়া এলাকার বাসিন্দা মো. আ: গফুরের ছেলে। রাসেল স্ত্রী ও তার দুই ছেলে-মেয়ে নিয়ে জেলা শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে কটিয়াদী উপজেলার বানিয়াগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কটিয়াদী উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান রাসেল ঘটনাস্থলেই নিহত হন। এসময় মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী প্রাইমারি স্কুলশিক্ষিকা সৌরভী আক্তার গুরুতর আহত হন। তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন মজুমদার জানান, রাসেল কটিয়াদী উপজেলার ঘাগৈর প্রাইমারি স্কুলের শিক্ষিকা তার স্ত্রীকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য জেলা শহর থেকে রওয়ানা হয়েছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১