১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
  • আন্তর্জাতিক
  • ইসরায়েলি কারাগারে ৯ হাজার ফিলিস্তিনির ক্ষুধায় মানবেতর জীবনযাপন

ইসরায়েলি কারাগারে ৯ হাজার ফিলিস্তিনির ক্ষুধায় মানবেতর জীবনযাপন

ইসরায়েলের কারাগারে নয় হাজার ১শ’র বেশি ফিলিস্তিনি বন্দী মানবেতর জীবনযাপন করছেন এবং ক্ষুধার্ত অবস্থার মধ্যদিয়েই তারা পবিত্র রমজান মাস শুরু করেছেন। এসব বন্দির মধ্যে ৩,৫৯৮ জন প্রশাসনিক বন্দী, ২০০ জন শিশু এবং ৬১ জন নারী।

ফিলিস্তিনের মানবাধিকার সংস্থা ‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাব’ মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে,  ইসরায়েল ফিলিস্তিনি বন্দিদের দুর্ভিক্ষের মুখে ফেলার নীতি গ্রহণ করেছে।

এই নীতির কারণে গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের খাদ্য সংকট তীব্রতর হয়েছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের খাদ্য কেড়ে নেয়া হয়, অনেক সময় তিন বেলার জায়গায় এক বেলা খাদ্য দেওয়া হয়। খাদ্যের পরিমাণও অনেক কমিয়ে দেয়া হয়েছে।

ফিলিস্তিনি বন্দীদেরকে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখে ফেলা ছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে বাধা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নামাজ পড়তে কিংবা কুরআন তেলাওয়াত করতে গেলে বহুবার তাদের ওপরে হামলা করা হয়েছে । এছাড়া, বহু বন্দীকে এতটাই নির্জন কক্ষে রাখা হয় যে, কখন কোন নামাজের ওয়াক্ত তারা তা জানতেও পারেন না।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১