১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

আদালত বিবাহবিচ্ছেদ দেয়নি রুশ সমকামী দম্পতির

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ম্যাজিস্ট্রেট আদালত লেসবিয়ান দম্পতির দায়ের করা বিবাহবিচ্ছেদের মামলা বাতিল করে বলেছে,  দেশটির আইনের অধীনে এ আবেদনের কোনও যোগ্যতা নেই। আদালত বাতিল করে পরামর্শ দিয়েছে যে দম্পতিদের ফয়সালার জন্যে কোপেনহেগেনে যেতে হবে। কারণ তারা বিয়ে সেখানেই করেছিলেন।

সমকামী ওই দুই নারী হচ্ছেন একেতেরিনা ও এলিজাভেটা। ২০১৭ সালে ডেনমার্কের কোপেনহেগেনে তারা বিয়ে করেছিলেন। সেন্ট পিটার্সবার্গ আদালতের প্রধান মুখপাত্র দারিয়া লেবেদেভা জানান, তাদের বিয়ে ভেঙ্গে গেছে, এবং একতেরিনা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন কারণ তার স্ত্রী এলিজাভেটা তা দিতে অস্বীকার করছেন।

আদালতের মুখপাত্র লেবেদেভা বলেন, মামলাটি অবশ্য ফ্লপ হয়েছে, কারণ ম্যাজিস্ট্রেটের আদালত রুশ আইনের বরাত দিয়ে এ আরজিটি সম্পূর্ণভাবে শুনতে অস্বীকার করেছিল। আদালত এও উল্লেখ করেছে যে রাশিয়া বিবাহকে শুধুমাত্র একজন পুরুষ এবং একজন নারীর মধ্যে মিলন হিসাবে দেখে।

রুশ সমকামী দম্পতি দাবি করেছেন যে তাদের বিয়ে রাশিয়ায় স্বীকৃত হয়েছে। রাশিয়ায় সমকামী বিবাহের স্বীকৃতি বছরের পর বছর ধরে এলজিবিটিকিউ কর্মীদের জন্য একটি আলোচিত বিষয়। সমকামী দম্পতিরা বারবার বিভিন্ন প্রযুক্তিগত এবং ফাঁকফোকর ব্যবহার করে রাশিয়ায় তাদের স্বীকৃত করার চেষ্টা করছে।

রাশিয়ার ২০২০ সালের সাংবিধানিক সংস্কারে ঐতিহ্যগত নারী ও পুরুষের বিয়ের জন্য সমর্থন আরও জোরদার করা হয়েছে। বরং গত কয়েক বছর ধরে, তথাকথিত ‘এলজিবিটি মতাদর্শ’ এর বিস্তারকে প্রতিরোধ করার লক্ষ্যে রাশিয়া ধীরে ধীরে তার আইন কঠোর করেছে। ২০১৩ সালে, এটি অপ্রাপ্তবয়স্কদের মধ্যে এই ধরনের প্রচারের প্রচারকে বেআইনি ঘোষণা করা হয়।

গত নভেম্বরে, রাশিয়ার সুপ্রিম কোর্ট ‘আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্ট’ কে একটি চরমপন্থী গোষ্ঠী হিসাবে অবৈধ ঘোষণা করেছে, রায় দিয়েছে যে এটি ‘সামাজিক এবং ধর্মীয় বিভেদ’ বপন করছে। এই মাসের শুরুতে, ‘আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্ট’ রুশ বিচার মন্ত্রণালয়ের নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত করা হয়।

Comments

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

নিউজ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১